ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

জর্জিয়ায় ট্রাম্পকে পেছনে ফেললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ গত মঙ্গলবার (৩ নভেম্বর) শেষ হয়েছে। এরপর তিনদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে স্পষ্টভাবে বিজয়ী বলে ঘোষণা করা যায়নি। জয়-বিজয় আর কারচুপির অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন।


এরই মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে ১ হাজার ৯৬ ভোটে এগিয়ে গেলেন জো বাইডেন। ঝুলে থাকা পাঁচ রাজ্যের মধ্যে তিনটিতেই এগিয়ে তিনি। এ দিকে পেনসিলভানিয়ায় কমেছে দুই প্রার্থীর ভোটের ব্যবধান।


ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার দাবি কিংবা ভোট কারচুপির মতো অভিযোগ করলেও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন অনেকটাই শান্ত রয়েছেন। তিনি তার সমর্থকদেরও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ডেলাওয়ার থেকে এক সংক্ষিপ্ত ভাষণে বাইডেন এমন আহ্বান জানান।


বাইডেন বলেন, ভোটার ইচ্ছার ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবেন। আর কারও ইচ্ছার ওপর এটা নির্ভর করছে না। এ দিকে নির্বাচনি প্রক্রিয়া প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন বলছেন, এই ‘প্রক্রিয়া কাজ করছে’ এবং আমরা ‘খুব দ্রুতই’ ফলাফল জানতে পারব।


এর আগে উইসকনসিনে ভোট পুনর্গণনার দাবি জানান ট্রাম্প। এছাড়া চারটি রাজ্যে ভোট গণনা বন্ধে মামলা দায়ের করে ট্রাম্পের প্রচারণা শিবির। যদিও মিশিগানে মামলা খারিজ করে দিয়েছেন আদালত।


একনজরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন:


* সর্বশেষ: বাইডেন ২৫৩-২১৪ ট্রাম্প


* যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।


* চূড়ান্ত ফল ঝুলে আছে জর্জিয়া, নেভাডা, পেনসিলভেইনিয়া ও অ্যারিজোনা- এই চার রাজ্যের ফলাফলের ওপর।


* জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টপকে গিয়ে শেষ মুহূর্তের গণনায় এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সেখানে তিনি জিতে গেলে হোয়াইট হাউজ নিশ্চিত করতে লাগবে আর মাত্র ১ ভোট। আর সেক্ষেত্রে ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পথ বন্ধ হয়ে যাবে।


* ভোট গণনা থামাতে জর্জিয়া, পেনসিলভেইনিয়া ও মিশিগানে ট্রাম্পের প্রচার শিবিরের মামলা খারিজ করে দিয়েছে আদালত। নেভাডাতেও মামলা করেছে ট্রাম্প শিবির।


* ইতোমধ্যে রেকর্ড ৭ কোটি ১৫ লাখ পপুলার ভোট জিতে নেওয়া জো বাইডেন সমর্থকদের ধৈর্য্য ধরে অপেক্ষা করতে বলেছেন, তিনি বলেছেন, জয় তিনিই পাচ্ছেন, এটা ‘স্পষ্ট’ জনমত জরিপের পূর্বাভাসের চেয়ে ভালো করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু তার চূড়ান্ত বিজয়ের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।


* করোনা ভাইরাস মহামারির মধ্যে এই নির্বাচনে ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। সব মিলিয়ে ৬৬.৯ শতাংশ ভোট পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, যা ১২০ বছরের মধ্যে সর্বোচ্চ।

ads

Our Facebook Page